মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি। পৌরসভার প্রধান অফিস সহকারী স্বরবিন্দু রায়ের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, সামসুল ইসলাম কামাল, পৌর সচিব মোঃ ফারুক মিয়া, কাউন্সিলর গোলাপ খান প্রমূখ।