রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

হবিগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় বার লাইব্রেরি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টি আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান এর সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ মিনহাজ উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কেন্দ্রীয় কৃষক পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির সভাপতি মোঃ তালেব আলী (ওয়ারেন্ট অফিসার) স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি তাজ উদ্দিন বাবুল, কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, যুবসংহতির সদস্য সচিব ওলিউর রহমান সোহাগ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আক্তার হোসেন মনির, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মখছুদুজ্জামান খান, বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফি আহমেদ চৌধুরী, লাখাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহজাহান তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস ছালাম মেম্বার, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদার, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহিদ চৌধুরী, মিরপুর ইউনিয়ন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মোঃ রমিজ আলী, জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক সৈয়দ মওদুদ আহমেদ, জাপানেতা দিলীপ বর্মন। সভাপতির বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, আমরা সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে কাজ করছি। হবিগঞ্জ জাতীয় পার্টির শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচিত। আমরা বিগত দিনে জেলার প্রতিটি উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি করেছি। কোন ধরণের কোন বিশৃঙ্খলা জাতীয় পার্টিতে নেই। জিএম কাদের ও মুজিবুল হক চুন্ন’র নেতৃত্বে জাতীয় পার্টি শক্তি সঞ্চয় করছে, এই শক্তি নিয়ে আগামী দিনে রাষ্ট্রপরিচালনায় জাতীয় পার্টির বিকল্প শক্তি। আলোচনা সভার উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি মিয়া, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসাদুল জামান খান বিপলু, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, জেলা জাপানেতা সুতা মিয়া মেম্বার, নুরুল হক তুহিন, কর্পোলার লুৎফুর রহমান, সামিউজ্জামান চৌধুরী বাচ্চু, এম সামসুল হুদা চৌধুরী, সামসুল ইসলাম,আবু তাহের, আব্দুল আউয়াল, আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, আফরোজ আফগান তালুকদার,এম এ মতিন চৌধুরী, মিলাদ হোসেন সুমন,সুহেল রানা, স্বপন চৌধুরী, হাবিবুর রহমান হবিব, যুবসংহতিনেতা সামিউরজামান, মতিন মুন্না, তরুন পার্টির সদস্য সচিব সাহাব উদ্দিন আখুঞ্জি প্রমুখ। পাশাপাশি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান এর মৃত্যুতে উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com