প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১০ম জাতীয় নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজিউরা ইউনিয়নের শংকরপাশা, চারিনাও, উচাইল, সাধুর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সবস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আহমদুল হকের প্রার্থীতাকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়। গণসংযোগের সময় সৈয়দ আহমদুল হকের সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, বিশিষ্ট মুরুব্বি হাজী আম্বর আলী, হাফেজ আব্দুর রহমান। এছাড়া স্থানীয় জনগণের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জহুর আলী, মোঃ হীরা মিয়া, মোঃ ফিরোজ আলী, মোঃ আজদু মিয়া, সাবেক মেম্বার মোঃ সিরাজ আলী, মেম্বার এমদাদুল হক আওয়াল প্রমুখ।