সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলে বিনামূল্যে বই বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা দেশের আগামীদিনের কর্ণধার। তাই তাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মানুষের ইচ্ছে শক্তি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রথমে নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগাতে হবে।’ তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শিশুদের পরীক্ষা পাশের চিন্তা বাদ দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে হবে।’ তিনি এই স্কুলকে প্রতিষ্ঠিত করতে পৌর পরিষদ, পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, এলাকাবাসী, স্কুলের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবক -সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। খুব শীঘ্রই পৌর আইডিয়াল স্কুলে একটি নতুন ভবন নির্মিত হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি বলেন, ‘২০১৭ সালের ১ জানুয়ারি শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হয়েছিল। এর পরের বছর ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, তারপর ৭ম শ্রেণী পর্যন্ত বিগত বছর অষ্টম শ্রেণি পর্যন্ত এবং আগামী বছর নবম শ্রেণিতে উন্নীত করা হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং আমার পৌর-পরিষদ এই পৌর স্কুলকে কয়েক বছরের মধ্যেই পৌর আইডিয়াল স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করতে পারবো, ইনশাআল্øাহ।’ তিনি নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রাধীন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল কর্তৃক ‘বই বিতরণী উৎসব-২০২২’ এর শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান মাখন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য সচিব নবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা এডভোকেট শাহ নূর আলম সানু, বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরী, সমাজসেবক সৈয়দ জাহির আলী, দেবী রানী দাশ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশিষ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক সুকান্ত দাশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী সাইমুল হাসান এবং পবিত্র গীতাপাঠ করেন আদি দাশ অর্ণব। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ মো. আ. ছোবহান, সংরক্ষিত কাউন্সিলর পুর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্কুল কর্তৃপক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মহোদয়, পৌর-পরিষদের সদস্য সহ অতিথিবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com