স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টা পার হরেও কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ জানিয়েছে, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত লোক হবিগঞ্জে এসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আজ শনিবার সকাল ১১টায় হাসপাতালে মিটিং করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু বাদি হয়ে মামলা করেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, তারা হত্যাকা-ের রহস্য উৎঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে। সাথে পিবিআই, সিআইডিসহ আইন-শৃংখলা রক্ষা বাহিনীর একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের ধরার আশা ব্যক্ত করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সাইফুলের গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রাম থেকে শত শত মানুষ ট্রাকে করে মিছিল দিয়ে হবিগঞ্জ শহরে আসে। তাদের স্লোগান ছিল, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই স্থানে সাইফুলের ২০০৯ সালের এসএসসি ব্যাচ এবং ২০১১ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। সেখানে বক্তব্য রাখেন সাইফুলের তিন ভাই নাহিদ হাসান, খায়রুল হাসান ও রাসেল মিয়া। প্রসঙ্গত গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের টাউন হল এলাকায় স্যামসং শোরুমের সামনে সাইফুলকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘাতকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকাসহ সারা দেশেই চলছে প্রতিবাদ। এদিকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে তিন দিন যাবৎ কর্মবিতরতি পালন করায় জরুরি বিভাগ ছাড়া সব বিভাগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ রোগীদের। হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, মোট ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।