প্রেস বিজ্ঞপ্তি ॥ পুরান পাথারিয়া উলামায়ে কেরামের পক্ষ থেকে নব নির্বাচিত ১১নং ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল করিম আজহার, পুরান পাথারিয়া মসজিদের ইমাম ও খতিব ক্বারী ফরিদ আহমদ, মাওলানা খলিলুর রহমান, পুরান পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মুস্তফা কামাল, ডাঃ শিবলু আহমেদ, মাওলানা শিব্বির আহমদ উসমানী, ক্বারী এনামুল হক, মীর মোঃ উসামা, মোঃ ইয়াসিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্টানে নবনির্বাচিত চেয়ারম্যান আহাদ মিয়ার সাথে সৌজন্য সাক্ষাকালে উলামায়ে কেরামের দাবীর প্রেেিত পুরান পাথারিয়া গ্রামের মাটির রাস্তা পিচ করা, কবরস্থানের রাস্তা ও বাউন্ডারি এবং ঈদগাও ভরাট করার আশ্বাস প্রদান করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।