স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন মোঃ তাউছ মিয়া নামে এক প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী। তিনি গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসারের নিকট এই আবেদন করেন। এরআগে তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাখাই উপজেলা নির্বাচন অফিসারের নিকটও একই আবেদন করেছেন।
আবেদনপত্রে তিনি বলেন- গত ২৬ ডিসেম্বর ২নং মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে টিউবওয়েল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোড়াকরি গ্রামের মোঃ তাউছ মিয়া। ভোটের দিন মা-মনি হাসপাতাল ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে মোঃ তাউছ মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মহরম আলীর নিকট থেকে উৎকোচ গ্রহন করে প্রিজাইডিং অফিসারের পরামর্শে মহরম আলীর লোকজন ভোট কেন্দ্রেই তাউছ মিয়ার উপর হামলা করে। এ সময় আহত তাউছ মিয়ার শোর চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। এর কিছুণ পরেই প্রিজাইডিং অফিসার ফুটবল প্রতিকের প্রার্থী মহরম আলীকে নির্বাচিত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় সুষ্ঠ নির্বাচনের স্বার্থে মা-মনি হাসপাতাল ভোট কেন্দ্রের পুনরায় ভোট গণনা এবং আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান মোঃ তাউছ মিয়া।