স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ষ্টাইলো মাইক সার্ভিসের স্বত্ত্বাধিকারী মোঃ শামসুদ্দিন আহমেদ (ওরফে সফর আলির) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পবিরবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আজ ১লা জানুয়ারী দুপুর ১ ঘটিকা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে সকল ব্যবসায়ীদের মরহুমের জানাযায় অংশগ্রহণ করার জন্য হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়।