রাহিম আহমেদ ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকেনোশিয়ান) সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্বাস্থ্য বিভাগ। পুরো সিলেট বিভাগজুড়ে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে এ ক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। জেলা সদর হাসপাতালে জরুরী বিভাগের সেবা ব্যতিত সব ধরণের সেবা প্রদান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়। এ সময় হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। অন্যথায় সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন তিনি।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা পোষন করতে তিনি দুপুরে ছুটে আসেন। এ সময় তিনি বলেন, দিনদুপুরে প্রকাশে শহরের প্রধান সড়কে মানুষের সামনে এমন ঘটনায় আমরা হতভম্ব। তাকে যারা এভাবে দিনদুপুরে মেরেছে এমন নৃশংস হত্যাকান্ড অত্যন্ত বর্বরোচিত এবং অমানবিক। মাত্র দেড় বছর আগে তিনি চাকরিতে যোগদান করেছেন। এরকম একটি তরতাজা ছেলেকে হত্যা করেছে। যে করোনা মহামারীর সময় যে ছেলেটি জেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়েছে ও সহযোগিতা করেছে তার এমন মৃত্যু সবাইকে হতবাক করেছে। এরকম একটি হত্যাকান্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে মানবতা প্রচন্ড রকমভাবে ভূলুণ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা আজ এ কর্মসূচি করছি, আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এ সময় পর্যন্ত আমরা এ হাসপাতালে শুধু জরুরী সেবাগুলো চালু রাখবো। যদি ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের প্রশাসন ধরতে ব্যর্থ হন তবে পুরো সিলেট বিভাগে সকল প্রকার স্বাস্থ্য সেবা কার্যক্রম আমরা বন্ধ করে দেব। কারণ আমরা দেখছি পুরো বাংলাদেশজুড়ে বার বার একই ঘটনা ঘটছে। এ অবস্থায় স্বাস্থ্যকর্মীরা যদি নিরাপত্তা না পায় তবে জনগণকে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য আমরা আর অপেক্ষা করবো না। কোন জনগণকে আমরা স্বাস্থ্যসেবা দেব? আমরা যাদের সেবা দিয়ে করোনাকালীন সময়ে রক্ষা করেছি তাদের নিরাপত্তা থাকবেনা। অথচ এককভাবে যাদের অবদান রয়েছে তারা হচ্ছে স্বাস্থ্য বিভাগ। এ বিভাগের কর্মীর প্রতি যদি এমন আচরণ জনগণের পক্ষ থেকে আসে তাহলে এই জনগণকে আমরা সেবা দিতে চাইনা। এ ঘটনার যদি সুষ্ঠু বিচার নিশ্চিত না করা হয়, পাশাপাশি স্বাস্থ্যকর্মীর কর্মক্ষেত্র যদি নিরাপত্তা নিশ্চিত না করা হয়, বাইরে যদি নিরাপত্তা নিশ্চিত না করা হয় তাহলে স্বাস্থ্যকর্মীরা তাদের সেবা কার্যক্রম চালিয়ে নিতে পারবেনা। স্বাস্থ্য বিভাগের আন্দোলনে একাত্মতা পোষন করতে এসে জেলা বিএমএ’র সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, প্রকাশ্যে দিবালোকে এমন নির্মম ঘটনা আমাদের মারাত্মকভাবে মর্মাহত করেছে। এ ঘটনাটি কেউ মেনে নিতে পারেনি। সবার একটি প্রশ্ন, এমন নিরিহ একজনকে কেন এভাবে প্রাণ দিতে হলো। স্বাস্থ্য বিভাগের সবাই একত্রিত হয়ে অত্যন্ত উত্তেজিতভাবে আন্দোলন শুরু করেছেন। আমি তাদের সকল আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি। সব আন্দোলনে তার সংগঠন পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে সিসিটিভি’র কিছু ফুটেজও সংগ্রহ করা হয়েছে। আরও তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে। তিনি বলেন, কিছু তথ্য ইতিমধ্যে পেয়েছি। তদন্তও এগুচ্ছে। এ বিষয়ে এখনও মামলা হয়নি। তবে তা প্রক্রিয়াধিন রয়েছে। জানা গেছে, মঙ্গলবার ভরদুপুরে শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ এলাকা টাউন রোডে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনের রাস্তায় সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। লাঠিসোটা নিয়ে তারা বেদম পিটায় তাকে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে তিনি সেখানে মারা যান। এ ঘটনায় বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ বিক্ষোভ ও মানববন্ধন করে। জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও দেয়া হয়। বন্ধ রাখা হয় জরুরী সেবা ব্যতিত সদর আধুনিক হাসপাতালের অন্য সব কার্যক্রম। বিকেল সাড়ে ৪টায় নিজ কর্মস্থলে তার মরদেহ বিকালে পৌছালে কান্নায় ভেঙে পরেন তার সহকর্মীরা পরে সন্ধ্যা সাতটায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে তার জানাযার নামাজ অনুষ্টিত হয়। পরবর্তীতে নিহত সাইফুলের মরদেহটি তার নিজ গ্রামে দি¦তীয় জানাযার নামাজ শেষে থাকে দাফন করা হয়।
এদিকে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও এ খুনের রহস্য উন্মোচন করা হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, প্রেম ঘটিত কারণেও এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে পুলিশ এ হত্যাকা-ের রহস্য উন্মোচনে ৩টি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানা যায়। গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিবিসহ আইন শৃঙ্কলা বাহিনীর সদস্যরা। তারা আশা করছেন অচিরেই এ হত্যার রহস্য উদঘাটিত করতে পারবেন।
সূত্রে জানা যায় নিহত সাইফুল সে নবীগঞ্জের পুরানগাঁও গ্রামের তাহমিনা বেগম চৌধুরী নামের এক নারীকে ধর্ম মা ডেকেছেন। তার উপর হামলার সময় ওই মহিলা তার সাথে রিক্সায় ছিল। পরে ওই মহিলা পালিয়ে যায়। সাইফুলের সাথে থাকা নারী তাহমিনা বেগম চৌধুরী বলেন, ‘দুপুরে দুই যুবক রক্ত দিতে হবিগঞ্জ সদর হাসপাতালে আসে। এ সময় সাইফুলের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সাইফুলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে থাকে শহরের টাউন রোডে রিক্সা থেকে দুই যুবক নামিয়ে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। তার চিৎকারে কেউ এগিয়ে আসে নি।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজে হামলাকারীদের দেখা যাচ্ছে। পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের গ্রেফতার করতে পারব।