প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পিকনিক ২০২১ গত মঙ্গলবার শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পিকনিক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিঃ৩১৫ বি-১ এর মাননীয় গভর্নর লায়ন সাহেনা রহমান এম জে এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১ এর ১ম ভাইস গভর্নর লায়ন মো শরীফ আলী খান, ট্রেজারার লায়ন মীর সফিকুল আলম কনক। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোজাহিদ হুসেন চৌধুরী, চার্টার প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম বজলুর রহমান, ফাষ্ট প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মনসুর রশীদ কাজল,ভাইস প্র্রেসিডেন্ট আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লায়ন মোঃ মর্তুজা হাসান, সেক্রেটারি লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন, জয়েন্ট সেক্রেটারি লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়, ট্রেজারার লায়ন কাজী মহিবুর রহমান সেলিম, লায়ন মোঃ জালাল উদ্দীন, লায়ন মোঃ ফখরুল আলম বাবুল লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ মামুনুর রশীদ, লায়ন দিলীপ কুমার সরকার, লায়ন ইঞ্জিনিয়ার সৈয়দ আমিনুল হাসান,লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন মোঃ মহিবুর রহমান টিপু ও উনাদের পরিবারের সদস্যবৃন্দ।সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিকনিক উদযাপিত হয়েছে।