স্টাফ রিপোর্টার ॥ পুলিশের গুলিতে আহত হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সফিকুর রহমান সিতুর চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব। তিনি গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সফিকুর রহমান সিতুতে দেখতে হাসপাতালে যান। সাথে ছিলেন বিএনপি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সদস্য সচিব মনির হোসেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হেলাল আহমেদ টিপু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি।