স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রুবেল মিয়া (২০) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের মুন্না মিয়ার পুত্র। গতকাল বুধবার দুপুরে ডিবি পুলিশের এস আই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় রুবেল উল্লেখিত পরিমান ফেনসিডিল নিয়ে নবীগঞ্জগামী লোকাল বাসে উঠতে চাইলে পুলিশ তাকে আটক করে।