২৮-১২-২১
এটিএম সালাম/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ হাত-মূখ বাধাঁ অবস্থায় এক তরুনীর গলা কাটা লাশ উদ্ধার করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার হরিনগর গ্রামস্থ টাওয়ারের পাশর্^বর্তী ধান ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের সার্কেল এসপি আবুল খায়ের চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের দিনমজুর সুফি মিয়ার মেয়ে জুবা বেগম (১৭) পরিবারের সাথে রাতে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে সুফি মিয়া ঘুম থেকে উঠে মেয়ে’কে ঘরে না দেখে খোজাঁখুজি করে পায়নি। সকালে স্থানীয় লোকজন ওই তরুনীর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারনা ওই তরুনী গভীর রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে গিয়ে ঘর থেকে বের হলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে জোরপুর্বক নির্ঝন ওই স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করে। মেয়েটি তাদের পরিচয় ছিনতে পারায় তাকে হাত-মুখ বেধেঁ গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নতুবা তরুনী জুবা বেগমের সাথে স্থানীয় কোন যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাধে প্রেমিকের ডাকে সারা দিতে পরিবারের লোকজনদের ঘুমন্ত অবস্থায় রেখে গভীর রাতে বের হয়। উক্ত প্রেমিক তাকে কুপ্রস্তাব দিলে মেয়েটি অনীহা প্রকাশ করে। এ নিয়ে প্রেমিক জুটির মাঝে বাদানুবাদের এক পর্যায়ে তরুনীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে মৃতদেহটি ওই স্থানে পেলে পালিয়ে যায়। এলাকাবাসীর এমন ধারনার সুত্র ধরেই পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।