শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জে ইয়াংটাইগার ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন কাবাডিতে হবিগঞ্জের বাজিমাৎ॥ ক্রিকেটে পরাজয়

  • আপডেট টাইম বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ বা পড়া হয়েছে

২৮-১২-২১
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইয়াংটাইগার অনুর্ধ-১৪ সিলেট বিভাগীয় অঞ্চলের ক্রিকেট ও আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির সুরমা অঞ্চলের খেলা উদ্বোধন হয়েছে। সোমবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ক্রিকেট এবং জালাল স্টেডিয়ামে কাবাডি টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুর্ধ-১৪ ক্রিকেটের উদ্বোধনী খেলায় জয়লাভ করে মৌলভীবাজার জেলা ১৮৮ রানে স্বাগতিক হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে মৌলভীবাজার ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোলায়মান সানী ৭২ রান সংগ্রগ করে। জবাবে স্বাগতিক হবিগঞ্জ মাত্র ২৩ ওভারে ৬৮ রান করে অলআউট হয়ে যায়। মৌলভীবাজারের শাফিন চৌধুরী ১২ রানে পায় ৫ উইকেট। আজকের খেলায় অংশগ্রহণ করবে সিলেট ও সুনামগঞ্জ জেলা। এই টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত হবে ৭ জানুয়ারী।
হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আইজিপি কাপ অনুর্ধ ১৯ কাবাডি টুর্ণামেন্টে পুরুষ বিভাগে ৬টি ও মহিলা বিভাগে ৩টি দল অংশ নেয়। এতে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে ফাইনালে উন্নীত হয় স্বাগতিক হবিগঞ্জ জেলা। পুরুষ বিভাগে মৌলভীবাজার ও মহিলা বিভাগে ফাইনালে উন্নীত হয় ব্রাক্ষণবাড়িয়া জেলা। টুর্ণামেন্টে সিলেট,সুনামগঞ্জ ও ফেনী জেলাদলও অংশ নেয়। আজ মঙ্গলবার বিকেলে জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ওইদিনই ফাইনালে উন্নীত ৪ দল আইজিপি কাপ জাতীয় কাবাডির চুড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।
ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেট কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি,জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম।
কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। উভয় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈনউদ্দিন তালুকদার সাচ্চুু, যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য মকসুদুর রহমান উজ্জল, আসাদুজ্জামান, জামাল উদ্দিন তালুকদার খোকন,জসিম উদ্দিন আহমেদ সুজন, শাহ আরেফিন সুমন, মেজবা আহমেদ জামি মিজবা আহমেদ চৌধুরী পুলক, ইব্রাহিম খলিল সোহেল, ,সৈয়দ আহমেদ, হাফিজুল ইসলাম,মশিউর রহমান নাঈম, ফেরদৌস আহমেদ, সাবেক সদস্য আব্দুল মোতালিব মমরাজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com