২৮-১২-২১
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল ক্যাম্পাস ও নির্মিত ওয়াটার প্ল্যান্ট পরিদর্শন করেছে যুরাজ্যস্থ দাতব্য সংস্থা উম্মাহ এ্যাপিল (লুনা আব্দুল ওয়াহাব) ট্রাষ্টের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ট্রাষ্টের সেক্রেটারী জেনারেল যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার এমরান হোসাইন, ট্রাষ্টি হারুনুর রশীদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার ও প্রতিষ্ঠানের পৃপোষক এম এ বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক অঞ্জন রায়, অভিভাবক সদস্য আব্দুল মুকিত, স্বপন মিয়া, হাজি আব্দুর রশিদ ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সল আহমেদ, সিনিয় সহকারী শিক্ষক জনি দেব, রবীন্দ্র পাল, শক্তি দেব, শামীমা ইসলাম প্রমূখ। এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে দুই শিফটে পরিচালিত (প্রাথমিক ও মাধ্যমিক) সোনার বাংলা মডেল হাইস্কুলের ধারাবাহিক সাফল্য, প্রতিষ্ঠানের গুণগত মান ও বার্ষিক কর্মপরিকল্পনায় সন্তোষ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা ও অজুর সুবিধার নিমিত্তে সংস্থার ভাইস প্রেসিডেন্ট বহু গ্রন্থের লেখক, সাহিত্যিক ও সাংবাদিক ইয়াওর উদ্দিনের উপ্রস্থাবনায় ওই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ওয়াটার প্ল্যান্ট স্থাপিত হয়।