২৮-১২-২১
প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২২-২৩ সেশনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ১১ পদের কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় ১১জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এতে আ.স.ম আফজল আলী (খরব বাংলাদেশ) পুনরায় সভাপতি ও মঈনুল হাসান রতন (দিনকাল) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় প্রেসকøাব মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১১টি পদের মনোনয়ন ফরম সংগ্রহকারীকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। এসময় সহকারি নির্বাচন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট দেলোয়ার ফারুক শাহজাহান।
নতুন কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী (অগ্নিশিখা), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন (আজকের হবিগঞ্জ), অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান (এনটিভি), সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মহিবুর রহমান (বাংলাদেশ সমাচার) পাঠাগার ও দপ্তর সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র (বিজয়ের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোস্তফা কামাল (মানবজমিন), কার্যকরি কমিটির সদস্য এডভোকেট হুমায়ূন কবীর সৈকত (প্রতিদিনের বানী), সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর(সিলেটের দিনকাল) একেএম ফজলুল হক চৌধুরী সেলিম (সাপ্তাহিক খবর)।
এর আগে বিকাল ৩টায় দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কøাব সভাপতি আ স ম আফজল আলী। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মঈনুল হাসান রতন। উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন কøাবের সদস্যবৃন্দ।