বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

আউশকান্দি বাজারের প্রবীণ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মরহুম ডাঃ আজিজুর রহমান স্মরণে দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা মরহুম ডাঃ আজিজুর রহমান স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিনাজপুর গ্রামস্থ তাঁর বাসভবনে শুক্রবার বাদ জুম্মা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাঁর পরিবারের পক্ষ থেকে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, মৌলভী বাজার পৌর মেয়র ফজলু মিয়া, নবীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, অধ্যাপক আব্দুল হান্নান, গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান দিলাওর হোসেন, চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পিয়ারা, এডঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক আব্দুল হাই কাছা মিয়া, এডঃ আকল মিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পল্লী বিদ্যুতের ১২নং এলাকার পরিচালক শাহ্ মোস্তাকিম আলী প্রিন্স, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, বর্তমান সহ-সভাপতি ও ইউপি সদস্য শাহ্ সুলতান আহমদ, প্রেসক্লাবের সদস্য মুরাদ আহমেদ, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, তরুণ সাংবাদিক ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মছদ্দর আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মুকিত, ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল কালাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গভ।
উল্লেখ্য, বিগত ২০২০ সালের ২৯ মার্চ মিনাজপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডাঃ আজিজুর রহমান বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, মরহুমের রূহের মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষে ডাঃ আজিজুর রহমানের সুযোগ্য মেঝ ছেলে যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের মোহাম্মদ আলমগীর কর্তৃক আয়োজিত উক্ত দোয়া মাহফিলে অতিথিবৃন্দ অনেকেই বলেন, ডাঃ আজিজুর রহমান এর মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনো দিন পুরন হবার নয়। ডাঃ আজিজুর রহমান সকল বিতর্ক ও সংকীর্ন তার উর্ধ্বের মানুষ ছিলেন, এলাকাবাসী তাঁকে তাঁর মহৎ কর্মে চিরকাল স্মরণ করবে। তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে এলাকায় আওয়ামীলীগের রাজনীতি তথা স্বাধীনতার স্বপক্ষে ব্যাপক ভূমিকা রেখে গেছেন, আওয়ামী লীগের রাজনীতিতে এবং দেশ ও সুন্দর সমাজ গঠনে বিশেষ ভুমিকায় সমৃদ্ধ করেছেন, একজন প্রকৃত দেশপ্রেমিক ও সততার প্রতিক ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী জনপ্রতিনিধি সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি মরহুমের অনেক গুণগ্রাহী ও আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশ বিদেশের সবার নিকট দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com