নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন আর সাংবাদিকতা হচ্ছে মহানপেশা। সাংবাদিকরা দেশ ও জাতির কর্ণধার হিসেবে উন্নয়ন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে সমাজকে আলোকিত করছেন। তাই অবিচল স্মরনিকা সসাজের অসংগতি দুর করতে অগ্রনী ভুমিকা রাখবে।
তিনি ২৫ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত “অবিচল” স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ও আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম.এ বাছিত প্রমুখ। এ সসয় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ হাবীবুর রহমান হাবীব, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম, অর্থ সম্পাদক মুহাম্মদ শওকত আলী, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সিনিয়র সাংবাদিক এস.আর চৌধুরী সেলিম, মোঃ তোফাজ্জল হোসেন, সুবিনয় রায় বাপ্পি, মোঃ রাকিল হোসেন, সলিল বরন দাশ, মোঃ আবু তালেব, মুরাদ আহমদ, আশাহিদ আলী আশা, এম মুজিবুর রহমান, মোঃ কিবরিয়া চৌধুরী, এম.এ মুহিত, মুহিবুর রহমান, আলী হাছান লিটন, মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া, ছনি চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পল্লী বিদ্যুতের ডিজি.এম আলিবর্দি খান সুজন, উপজেলা শিশু শিক্ষা সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সল তালুকদার, সাংবাদিক অঞ্জন রায়, পৌর আওয়ামীলীগ নেতা এটি.এম রুবেল, ইকবাল তালুকদার, শাওন আহমদ, পিকলু দাশ, মোঃ সাগর মিয়া,স্বপন রবি দাশ, ব্যবসায়ী মুজিবুর রহমান, মোঃ হেলাল মিয়া, মনির হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও নব-নির্বাচিত ইউপি সদস্য শাহ্ সুলতান আহমদ, গীতা পাঠ করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সূত্রধর।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন- জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলে কাজ করে যাচ্ছেন সংবাদ কর্মীরা। সামাজিক শৃঙ্খলা, দেশ ও জাতি গঠনে সংবাদপত্রের স্বাধীনতা এবং নির্ভিক সাংবাদিকতার কল্যাণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার বিশ্বের রোল মডেল। বিশ্বের বিস্ময় সরকারের উন্নয়ন ও অবদান এবং স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্র নিয়ে সোচ্চার থাকার জন্য তিনি আহবান জানান। আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।