বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জে দার্শনিক ড. মহানামব্রতজীর জন্মদিন পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হিংসামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠায় মহানামব্রতজীর মানবধর্মের আদর্শ অনুসরণ করতে হবে। বিশ্ববরেণ্য মানবতাবাদী দার্শনিক ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১১৮ তম শুভ আবির্ভাব উৎসব হবিগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ মহানাম সেবক সংঘের উদ্যোগে ২ দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন রচনা ও গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ধর্মসভা ও মহাপ্রসাদ বিতরণ, ২৩ ডিসেম্বর মাতৃছায়া স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে গত ২৫ ডিসেম্বর দুপুর ১১টায় স্থানীয় মহাপ্রভু আখড়ায় মহানামব্রতজীর জীবনাদর্শ ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ মহানাম সেবক সংঘের সভাপতি শিক্ষাবিদ সজল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনায় অংশ নেন জ্যোতিষ রায়, রোটারিয়ান বাদল রায়, নীহার দত্ত, দীপুল কুমার রায়, জাগ্রত দেবনাথ, বন্ধু মঙ্গল রায়, সুপ্রভাত দেবনাথ, দুর্জয় দেব প্রহর, শ্রীমতি স্বরস্বতী, অভিলাষ সূত্রধর পরাগ ও শুভাশীষ রায় প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- হিংসামুক্ত মানবিক বিশ্ব গড়তে হলে মহানামজীর মানবধর্মের আদর্শের কোনো বিকল্প নেই। কেননা মহানামজী বিশ্বাস করতেন মানুষের ধর্ম কখনো ভিন্ন হতে পারে না। সকল মানব জাতির একটিই ধম, মনুষ্যত্ব বা মানবতা। ১৯৩৩ সালে বাংলাদেশের এই কৃতি সন্তান আমেরিকায় ২য় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন। পাশ্চাত্যের জ্ঞানীগুণীরা মহানামের অসাধারণ বাগ্মীতা ও পান্ডিত্যে মুখ হয়ে তাকে ওয়ার্ল্ড ফেলোশিপ ও ফেইথ এর সেক্রেটারী মনোনীত করেন। বিশ্ব ধর্ম সম্মেলন শেষে তারা মহানামব্রতজীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বড় বড় শহরের অসংখ্য কাব সভা সমিতিতে বক্তৃতা দিতে পাঠান। তার আন্তধর্মীয় সম্প্রীতি মানবতাবাদের আদর্শে পাশ্চাত্যবাসী সেদিন মুক্তির নতুন দিশা খুঁজে পেয়েছিল। অতপরঃ পাশ্চাত্যে আতœœ প্রতিষ্টার সমস্ত সুযোগ উপেক্ষা করে ১৯৩৯ সালে নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের গ্রামেগঞ্জে শহরে নগরে ঘুরে ঘুরে মানবধর্মের বাণী প্রচার করে গেছেন। তার অমূল্য গ্রন্থরাজি নতুন প্রজন্মের কাছে প্রচার আজ খুবই প্রয়োজন। তার বিশ্বজনীন মানবতাবাদী চেতনা মানবিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের চিরকাল পথ দেখাবে। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানাম সেবক সংঘের সম্পাদক শ্যামল চন্দ্র রায় ও যুগ্ম সম্পাদক দুলাল দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com