স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) মোঃ এখলাছ মিয়ার পক্ষে কাজ না করে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে খোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ অন্তত ৫ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে গতকাল শনিবার হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নিজেই। এছাড়াও বিষয়টি আমলে নিয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন বাঘাসুরা ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দ।
নৌকার বিপক্ষে গিয়ে কাজ করা নেতৃবৃন্দরা হল, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার (বেনু মিয়া), বাঘাসুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুদ্দিন তালুকদার শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার সায়েম, বর্তমান সভাপতি মোঃ ওবায়দুল আজমী তালুকদার রাহুল।
অভিযোগে উল্লেখ করা হয়, উল্লেখিত নেতৃবৃন্দ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজবাহ উদ্দিন তালুকদার এর আনারস প্রতীকের পক্ষে কাজ করছেন। প্রকাশ্যে অংশ নিচ্ছেন প্রচার প্রচারণায়। এছাড়াও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের আনারস প্রতীকে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছেন। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ বলছেন, এখনই যদি আওয়ামীলীগের ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা হয় তা হলে বাঘাসুরা ইউনিয়নে আ’লীগের দলীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়তে পারে।
প্রসঙ্গত, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজবাহ উদ্দিন তালুকদার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলা উদ্দিন তালুকদার বেনু মিয়ার পুত্র। মিজবাহ উদ্দিন নৌকার টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে এবারের নির্বাচনে অংশ গ্রহন করছেন। গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে আলা উদ্দিন তালুকদার বেনু মিয়া একই ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হন। অভিযোগ রয়েছে, উল্লেখিত নেতৃবৃন্দ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের গুরুপ্তপূর্ণ পদে থাকলেও বিগত সময়ে বিভিন্ন নির্বাচনে তাদের নিজ ওয়ার্ডেই নৌকার ভড়াডুবি হয়।