নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ শহরে বিএনপির সমাবেশ’কে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পুলিশ নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফুসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর হবিগঞ্জ শহরে সমাবেশের ডাক দেয় বিএনপি। এতে কেন্দ্রীয় বিএনপির ঁজাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে যোগ দিতে পুলিশের বাধাঁ উপেক্ষা করে নবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধেঁ। রণক্ষেত্রে পরিনত হয় হবিগঞ্জ শহর। সংঘর্ষে পুলিশসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় মামলা হলে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু’কে শহরের বাসা থেকে, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পাঞ্জারাই গ্রামের শাহীন তালুকদার’কে নিজ বাড়ি থেকে, ছাত্রদল নেতা জাকির চৌধুরীকে পুর্ব তিমিরপুর গ্রামস্থ বাড়ি থেকে ও যুবদল নেতা শামীম আহমদকে গন্ধ্যা গ্রামস্থ তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এদের গ্রেফতারের খবরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই গাঁ ঢাকা দিয়েছেন পুলিশি গ্রেফতার এড়াতে।