স্টাফ রিপোটার ॥ আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে ২০২১ উপলক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বাঘাসুরা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে নির্বাচন উপলক্ষে সার্বিক আইন- ক্ষৃংখলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও এসআই মুমিনুল ইসলাম (পিপিএম) এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
প্রধান অতিথি বলেন, নির্বাচনে অংশগ্রহন কারী সকর প্রার্থীদদের নির্বাচনী আচরন বিধি মেনে চলার পরামর্শ প্রদানসহ নির্বাচনে সহিংসতা মূলক কাজে লিপ্ত, না হওয়ার জন্য আহব্বান জানান। প্রার্থীগণ নির্বাচনী নিয়মাবলী অনুসরন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্টানের লক্ষে শপথ গ্রহনের মাধ্যমে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মো এখলাছ মিয়া, প্রতিন্দ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মেদ, সহিদ মিয়া, ডাঃ সজল তালুকদার প্রার্থীসহ সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, মাধবপুর উপজেলা ছাত্র লীগ সভাপতি আনু মোহাম্মদ সুমন,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ, আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।