চুনারুঘাট প্রতিনিধি ॥ খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত হবিগঞ্জে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সরকারি মদদে বর্বরোচিত হামলা ও পরবর্তীতে নেতাকর্মীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাল্লা রোডে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, চুারুঘাট পৌর বিএনপির সভাপতি হুছাইন আলী রাজন, যুব নেতা এডভোকেট মোজাম্মেল চৌধুরী, ৭ নং ওয়াডের কাউন্সিলর জালাল উদ্দিন, ছাত্র দলের আহবায়ক আরিফুর রহমান, সদস্য সচিব মারুফ আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, শ্রমিকদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম খান সহ আরো অনেকেই। বক্তারা অনতিবিলম্বে নেতাকর্মীদের উপর দায়েরকৃত মির্থ্যা মামলা প্রত্যাহের দাবী জানান।