স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান। উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক কৃতি ফুটবলার দীলিপ দাশ। হবিগঞ্জ প্রেসকøাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ প্রেসকøাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হবিগঞ্জ প্রেসকøাবের সদস্য ও তাদের পরিবারবর্গ অংশ নেন। বিশেষ করে প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতা ছোট শিশুরা বেশি উপভোগ করে।