স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৯ ডিসেম্বর নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মুরাদ আহমদ সভাপতি ও নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। ২১ ডিসেম্বর তিনিসহ ৩ জন নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে মুরাদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম নির্বাচন কমিশনার মো. সরওয়ার শিকদার ও শওকত আলীর কাছে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ নির্বাহী সদস্য পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে সভাপতি পদে প্রার্থীতা বহাল রাখেন। এছাড়াও শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান সদস্য পদে দাখিলকতৃত মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
উল্লেখ্য, তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর দুপুর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময়সীমা নির্ধারিত ছিল। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর জেলা পরিষদের অধিনস্থ নবীগঞ্জ ডাক বাংলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।