ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নারীর আগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্টান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপুরক বিষয়ক নারীদের অংশ গ্রহনে আপনারা আছেন কেমন? বিষয়ক সংলাপ গতকাল নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সঞ্চালনায় উন্মুক্ত সংলাপে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ, জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি চুনারুঘাট উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবিদা খাতুন, সাধারণ সম্পাদক আজমিরী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস হেনা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, নবীগঞ্জ পৌর সভার চেয়ারম্যান আধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, নজরুল ইসলাম, লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম রানা, প্রভাষক শাহিনা আক্তার, ফাতেমা মোতালেব, মাওলানা আব্দুন নুর, শাহিনা আক্তার চৌধুরী, রুমা রানী রায়, সইফা আক্তার কাকলী প্রমূখ। সংলাপে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার প্রায় ২ শতাধিক নারী আংশ নেয়।