প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী নরসিংহ জিউমন্দির হবিগঞ্জে ৯ দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে।
প্রতিদিন ভাগবত পাঠ, জপনাম লীলামৃত পাঠ, কীর্ত্তন। মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতীর্কীর্তন, ভজন সংগীত, বৈদিক নৃত্য, ম্যাগাজিন অনুষ্ঠান ও বৈদিক নাটক মঞ্চস্থ হচ্ছে।
উল্লেখ্য-গত ২৯ জুন থেকে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব। আগামী ৭ জুলাই সোমবার উল্টো রথের মধ্যে দিয়ে এর পরিসমাপ্ত হবে।
প্রথম দিন সকালে অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্টিত হয়। ইসকন আজীবন সদস্য শ্রী প্রমথ সরকারের সৌজন্যে নির্মিত ‘‘হরি প্রেমানন্দ বেইস’’ (ছাত্রাবাস) উদ্বোধন করেন বাংলাদেশ ইসকনের সহ-সভাপতি শ্রী নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।
বিকেলে রথযাত্রা শুরুর প্রাক্কালে মন্দির অধ্যক্ষ শ্রী উদয় গৌরদাম ব্রহ্মচারীর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন-জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার কামরুল আমীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা। হরিভক্ত চৈতন্য দাশ ব্রহ্মচারীর গীতাপাঠের মধ্য দিয়ে ও প্রমথ সরকারের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন-এডঃ মনহোমন দেবনাথ, স্বপন কুমার বণিক প্রমূখ। পরে রথ ইসকন মন্দির হতে শুরু হয়ে শহরে প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে যায়। শোভা যাত্রা চলাকালে রাস্তার উভয় পাশে হাজারো দর্শনার্থীর ভীড় ছির চোকে পড়ার মতো।