নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জে “আমার বাড়ী’ “আমার খামার” অফিসের ২য় তলা সম্প্রসারণ ভবনের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, ডিডিএলজি মোঃ নাজমুল হাসান, হবিগঞ্জের এডিসি জেনারেল মিন্টু চৌধুরী,এডিসি রাজস্ব বিজেন ব্যানার্জী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, উপজেলা সহকারী ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, আমার বাড়ী আমার খামার নবীগঞ্জ উপজেলা অফিসার দিবাংশু শেখর রায়সহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের নের্তৃত্ব দেশ এখন উন্নয়নের স্বর্ণ শিখরে আরোহন করেছে। সরকার উন্নয়নের জন্য টাকা নিয় বসে আছেন। কিন্তু আমরা সঠিকভাবে প্রকল্প খোজে কাজ করাতে পারি না। আপনারা যদি মনে করেন সরকার আছেন ঢাকায় তাহলে হবে না। সরকার দেশের সব জায়গায়ই আছেন ভেবে উন্নয়নের জন্য সবাই একত্রে ক্জ করতে হবে। তিনি উপজেলার বিভিন্ন প্রান্ত দেখে সংশ্লিষ্ট সকলকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুশাসন অনুযায়ী উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সকল স্তরের মানুষকে নিয়ে নবীগঞ্জ এর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ দেশকে পৃথীবির উন্নত দেশে পরিনত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করা সম্ভব। সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌরসভা, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি আমার বাড়ি আমার খামার প্রকল্পের উর্ধমুখী সম্প্রসারণ (২য় তলা),১৩ নং পানিউমদা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য নির্মিত ১২ টি ঘরের চাবি হস্তান্তর করেন। এছাড়া তিনি নবীগঞ্জ উপজেলায় স্কাউট কার্যক্রম আরও বেগবান করার নিমিত্ত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্কাউট ডে ক্যাম্প উদ্বোধন করেন। এরপর তিনি ৩য় পর্যায়ের আশ্রয়ন ঘর নির্মাণ এর উদ্বোধন করেন।