নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা হল রুমে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে ও দুস্থদের মধ্যে সরকারী অনুদানের টাকার চেক বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।