স্টাফ রিপোর্টার ॥ অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান স্লোগানকে সামানে রেখে সারা দেশের ন্যায় জাতীয় মৎস সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে পোনা মাছ অবমুক্তির মাধ্যমে এ উদ্বোধন করা হয়। পরে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক জয়নাল আবেদীনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে মৎস্যজীবি, মৎস্য আড়তদার, স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা মৎস্য কর্মকর্তা আশফাক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক দীলিপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য আড়তদার সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিক, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খাঁন, কদর আলী, আছান আলী প্রমুখ। সভাশেষে জেলা বিভিন্ন