আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালী গ্রামে পৃর্ব শত্রুতার জের ধরে বিলের মধ্যে বিষ ঢেলে দেওয়ার কারনে কয়ের হাজার ছোট বড় মাছ মরে পানিতে ভেসে উঠে। যার ক্ষতির পরিমান প্রায় দুই আড়াই লক্ষ টাকা হবে বলে জানায়।
সরেজমিনে জানা যায়, কাটাখালী গ্রামের স্বগীয় বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু দাসের পুত্র উপজেলা পরিবার পরিকল্পনা প্রধান সহকারী দ্বীনবন্ধু দাসের ঘুনিয়া ভাংগা হাওরের পুকুরে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। গত শুক্রবার ভোর রাতে একই গ্রামের লক্ষন দাসের পুত্র রামভক্ত দাস সহ আরো কয়েক জন পুকুরে বিষ ঢেলে দেওয়ার সময় পুকুরের পাহারাদার তাদের তাড়া করলে নৌকা দিয়ে পালিয়ে যায়। পুকুরে বিষ প্রয়োগ করার কারনে দুপুর থেকে মাছ মরতে মরতে পানিতে ভেসে উঠে, খবর পেয়ে পুকুরের মালিক ঘটনা স্থলে ছুটে যান। ক্ষতি গ্রস্থ দ্বীনবন্ধু দাস জানান, তার পুকুরে পৃর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে কয়েক হাজার মাছ মেরে ফেলা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই/তিন লক্ষ টাকা হবে।