প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল ১৮ ডিসেম্বর ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সনের নবনির্বাচিত দায়িত্ব গ্রহণ করে। নব-নির্বাচিত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন বোর্ড ২০২১ এর চেয়ারম্যান শাকিল মোহাম্মদ স্বাক্ষরিত গত ১৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুশাখার পরিচালক বরাবরে এক পত্রে হবিগঞ্জ চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রেরণ করেন। এতে বলা হয়, তপসিল অনুযায়ী ১১ ডিসেম্বর নির্বাচনী বোর্ড ঘোষিত ফলাফল এর বিরুদ্ধে ১৩ ডিসেম্বর দুপুর ১২ গটিকা পর্যন্ত কোন আপত্তি দাখিল না হওয়ায় চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই দিনই হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি ঘোষণা করে নির্বাচনী বোর্ড।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন, প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুর রহমান বাচ্চু। কার্য নির্বাহী সদস্যবৃন্দ হলেন, মোঃ হাবিবুর রহমান খান, আব্দুর রহমান, মোঃ দেওয়ান মিয়া, মোঃ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মশিউর রহমান শামীম, মোঃ জাহিরুল আলম, শেখ জামাল মিয়া, শংখ শুভ্র রায়, মোঃ আব্দুল কদ্দুস, কায়সার আহমেদ চৌধুরী জনি, সোহেল রানা তালুকদার, মোঃ জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান, সিদ্ধার্থ শংকর রায় পিনাক ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপন।
এদিকে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ নব-নির্র্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোনিয়েশন নেতৃবৃন্দ। এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া স্বাক্ষরিত সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতি হবিগঞ্জ চেম্বার এর নব-নির্বাচিত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুর রহমান বাচ্চুসহ কার্য নির্বাহী সদস্যবৃন্দকে অভিনন্দন জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নব নির্বাচিত কমিটির নেতৃত্বে হবিগঞ্জে ব্যবসা বানিজ্যি গতিশীলতা আসার পাশাপাশি সরকারী বিভিন্ন দপ্তরের সাথে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে তারা কার্যকরী ভূমিকা রাখবেন।