নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর পাড়ের বেরীবাঁধ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় কসবা গ্রামের বাসিন্দা মো: এনামুল হক আখলী কয়েকটি গ্রামবাসীর পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদীর পাড়ের কসবা, দীঘলবাক, জামারগাঁও ও মথুরাপুর গ্রামগুলো কৃষি নির্ভরশীল। গ্রামের একমাত্র বেরী বাঁধটি তাদের একমাত্র আশার সম্বল। বর্তমানে একটি স্বার্থন্বেষী দল পুরাতন বিবিয়ানা নদীর লীজারগণ কুশিয়ারা নদীর পাড়ের বেরী বাধটিকে কেটে বিবিয়ানা নদী শুকিয়ে মাছ ধরার পায়তারা করছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, গ্রামগুলোর কৃষকরা বিবিয়ানা নদীর পানি দিয়ে প্রায় ৩শ একর জমি হালচাষ করে থাকেন। এমতাবস্থায় যদি নদী শুকাইয়া মাছ ধরা হয় তাহলে ৩শ একর জমির কৃষকদের পথে বসা ছাড়া উপায় নেই। অভিযোগে আরো প্রকাশ, ২০২০ সালে বিবিয়ানা নদীর লীজারগণের পক্ষে কসবা গ্রামের জসিম উদ্দিনের পুত্র শ্যামল মিয়া কুশিয়ারা নদীর বেরী বাধটি কেটে বিবিয়ানা নদী শুকিয়ে মাছ ধরে ধরে। পরে এলাকাবাসী মিলে নিজস্ব অর্থায়নে পুন:রায় বেরীবাধটি মেরামত করা হয়। আবেদনে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অনুরোধ জানানো হয়।