এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঝমকালো ভাবে পালিত হয়েছে। আলোকসজ্জায় সজ্জিত হয়ে আলোকিত ছিল নবীগঞ্জ শহর। এ উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ৭ টায় নবীগঞ্জ গণকবর ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন। পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, নবীগঞ্জ প্রেসক্লাব, নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। সকাল ৮ টায় জে,কে স্কুল মাঠে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর শুভ সুচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এবং থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ। এ সময় পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ছালাম প্রদান, শরীরচর্চা প্রর্দশন, সম্মননা ক্রেষ্ট ও পুরস্কার প্রদান, রজনীগন্ধা ও উত্তরীয় পরিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরন, মুক্তিযোদ্ধাদের মাঝে বিজয় দিবসের উপহার প্রদান, প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্টান। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুনর্ণজয়ন্তী উপল্েয বীরমুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ নুরউদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জাফর সাদেক কয়েস গাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দীকি। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান রতœদীপ দাশ রাজু, মুক্তিযুদ্ধা সন্তান নিজামুল চৌধুরী প্রমুখ। ঝমকালো অনাড়ম্ভর অনুষ্টানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান। গীতা পাঠ করেন পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধীতাকারীদের উত্তরসুরীদের কাছ থেকে সকলকে সাবধান থাকতে হবে।
বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর কোন অশুভ শক্তি দেশের অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্ত বাংলাদেশে কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে পরে নবীগঞ্জের মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি ইসমত চৌধুরী, আব্দুল আজিজ চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী, মাহবুবুর রব সাদী স্মরনে সম্মাননা ক্রেষ্ট এবং বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় ৩ টি গ্রুপে ১২ জন বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। বিকাল ৩.১৫ মিনিটে সারাদেশের ন্যায় একযোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ গ্রহনের অংশ নিয়ে দেশকে এগিয়ে নিতে সবাই অঙ্গিকার করেন। পরিশেষে অনুষ্টিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।