স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি আবুল বাশার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ দাসের নেতৃত্বে একদল পুলিশ মনতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল আলীর পুত্র। পুলিশ জানায়, সম্প্রতি এক গৃহবধূকে ধর্ষণ করে বাশার। ওই গৃহবধূ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করলে আদালত মামলা আমলে নিয়ে লম্পট আবুল বাশারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।