স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সকাল ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রভাষক শাহ্ আলম এবং পবিত্র গীতা পাঠ করেন বিদুর কান্তি দাশ। পরে শিক্ষক-কর্মাচারী ও শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কলেজর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো.তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. লতিফ হোসেন এর সঞ্চালনায় মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনায় অংশগ্রহন করে বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, অঞ্জন কুমার সরকার, প্রভাষক আব্দুল আহাদ খান, বিষ্ণু চন্দ্র পাল,গৌতম সরকার, সৈয়দা তাহমুদা বেগম,মিহির রঞ্জন সরকার,মো.নজরুল ইসলাম খান, রঞ্জু পাল, সঞ্জয় কুমার দাশ, সুকান্ত গোপ, বিদুর কান্তি দাশ প্রমুখ। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, প্রভাষক মো. মঈন উদ্দিন, তপন কুমার হীরা, ফিরোজ মিয়া, আছমা খাতুন, মো. আঙ্গুর খান, এ এস এম মেহরাব হোসেন, সহকারি লাইব্রেরিয়ান জহুরা খাতুন, হিসাব সহকারী অনিল চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো.শাহ আলম এবং সদস্য হিসেবে গোপীনাথ দাশ ও মো. শাহ্ আলম (পরিসংখ্যান) দায়িত্ব পালন করেন। সবশেষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীরগণ,দেশ ও জাতীর মঙ্গল কামনায় প্রভাষক মো. আঙ্গুর খান এর দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি টানা হয়।