শামসুদ্দিন রাজন ॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মহান বিজয় দিবস। সকাল ৬ টায় শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রমান্নয়ে হবিগঞ্জ এর সব স্কুল কলেজের বিএনসিসি,রোভার স্কাউট,ব্যান্ড দলের অংশগ্রহণে শুরু হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজের সার্বিক ফলাফলে প্রথম স্থান অধিকার করে বৃন্দাবন সরকারি কলেজ রোভার স্কাউট দল। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকে। প্রথম স্থান অধিকার করে বৃন্দাবন সরকারি কলেজ স্কাউট দল। দলনেতা আশরাফুল ইসলাম জুমেলের নেতৃত্বে ২০ জন রোভার উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক ইসমত আরা বেগম ও তাদের দিকনির্দেশনায় ছিলেন প্রভাষক ফকরুদ্দিন খান পারভেজ। বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।