স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দুর্জয় হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাঁরা মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।