স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দূর্লভপুর থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মকসুদ আলী (৫৫) কে আটক করেছে র্যাব-৯। গতকাল শুক্রবার দুপুরে র্যাব-৯ মকসুদ আলীকে কোর্ট স্টেশন এলাকা থেকে আটক করে। জানা যায়, তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ রয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা। সন্ধ্যার দিকে মকসুদ আলীকে সদর থানায় সোপর্দ করা হয়।