নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টায় নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ গণকবরে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাংবাদিক ফুয়াদ হাসান রাজন, নিজামুল চৌধুরী প্রমূখ।