স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর সাঙ্গর গ্রামবাসী একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে লটারীর মাধ্যমে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ নূরুল হুদা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উত্তর মাদ্রাসা প্রাঙ্গণে একক চেয়ারম্যান প্রার্থী নিধারণের জন্য গ্রামবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বী এম এ রবের সভাপতিত্বে এবং মাসুক আনছারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রামের মুরুব্বীয়ান ও যুবকরা অংশ গ্রহন করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মুরুব্বীয়ান সভায় এসে যোগদান করেন। সভায় উত্তর গ্রামের বাসিন্দা দু’জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যত্রাক্রমে মোঃ নূরুল হুদা (মোটর সাইকেল) ও আব্দুল হাকিম ফুল মিয়া (ঘোড়া) উপস্থিত হন।
প্রার্থীদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয় লটারীর মাধ্যমে গ্রামবাসী একক প্রার্থী দিবেন। আর ওই একক প্রার্থীকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে গ্রামবাসীর ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এ হিসেবে লটারীর সিদ্ধান্ত নেয়া হয়। যে প্রার্থী লটারীতে বিজয়ী হবেন তিনি এ নির্বাচনে বিজয়ী কিংবা পরাজিত হলে পরবর্তী নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন না। গ্রামবাসীর এ সিদ্ধান্ত মেনে নেন উভয় প্রার্থী। এরপর এক ছোট শিশুকে দিয়ে লটারী উঠানো হয়। এতে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী নূরুল হুদা। লটারীর সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে গ্রামবাসীর নির্বাচিত একক প্রতি সমর্থণ করেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ফুল মিয়া। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে গ্রামবাসীর এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রামের বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গ্রামের সিদ্ধান্ত মেনে নেয়ায় আব্দুল হাকিম ফুল মিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লটারীর মাধ্যমে উত্তর গ্রামের একক চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা। এ সময় নূরুল হুদার আবেগে আপ্লুত হয়ে গ্রামের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং গ্রামবাসীর এই ঋণ পরিশোধ করার জন্য ইউনিয়নবাসীর কাছে তার মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ১৩নং মন্দরী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ফুল মিয়া ও নুরুল হুদা ছিলেন একই গ্রামের। এর মধ্যে আব্দুল হাকিম ফুল মিয়া গ্রামের সিদ্ধান্তে প্রার্থীতা থেকে সরে গেছেন। এখন নূরুল হুদা ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ শামছুল হকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মন্দরী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আলম ওয়াহাবের আপন ভাতিজা।