মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নিজ কালিকাপুর গ্রাম থেকে জাহাঙ্গীর মিয়া (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শুকুর আলীর পুত্র।
গত শনিবার গভীর রাতে ডিবির এসআই অভিজিৎ ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে মাদক আইনে মামলা করেন। গতকাল রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।