স্টাফ রিপোটার ॥ ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও পুরস্তার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মো. রফিকুল আলম এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মো. রফিকুল আলম অনুষ্টানে মূল বক্তব্য উপস্থাপনের পর আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, প্রেসকøাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও লিসডা ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহসিন আহমেদ।
পরে প্রধান অতিথি উপস্থিত বক্তৃতা ও প্রেজন্টেশন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।