মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন একাত্তরে রণাঙ্গনের বিজয়ী বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী নেতা ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু ডাক্তার ঋতু মোহন দাস। শনিবার (১১ ডিসেম্বর) উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের মার্কুলী বাজার মাঠে অশ্রুশিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁকে চির বিদায় জানালেন হাজারো মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ডাক্তার ঋতু মোহন দাসকে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি, সহকারী কমিশনার (ভুমি) ইফফাত আরা জামান ঊর্মি সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় চলে যান না ফেরার দেশে। ডাঃ ঋতু মোহন দাসের মৃত্যুর সংবাদ শুনা মাত্রই সকল কাজ বাদ দিয়ে মার্কুলী বাজারে ডাঃ ঋতু মোহন দাসের বাড়িতে ছুটে যান এমপি আব্দুল মজিদ খান। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন।