স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) নির্বাচিত হওয়ায় কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সংবর্ধিত হয়েছেন। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটি গতকাল বিকেলে টিলাগড়, সিলেটে তাঁকে সংবর্ধনা প্রদান করে। পরিষদের আহ্বায়ক সিসিক কাউন্সিলর কবি নাজনীন আকতার কণার সভাপতিত্বে এবং সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদ, সিলেট এর সভাপতি কবি এনায়েত হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন, ছড়াকার মনজুর আলম, আবৃত্তি শিক্ষক ও ছড়াকার বিমল কর, কবি আনোয়ার হোসেন মিছবাহ, সাংবাদিক সজল ঘোষ, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, কবি পপি রশীদ, সিলেট এমসি কলেজের গণিত বিভাগের প্রভাষক দিলীপ চন্দ্র রায়, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিহির মোহন, কবি হিমাংশু রায় হিমেল, গীতিকার শাহ আলমগীর, সাংবাদিক জুবের আহমদ সার্জন ও কবি মাসুদা সিদ্দিকা রুহী। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছড়াকার তারেশ কান্তি তালুকদার, প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, এডভোকেট মো আবদুল মালিক ও কবি জয়নাল আবেদীন বেগ। এছাড়াও বক্তব্য রাখেন কবি লাহিন মেম্বার, কবি মোসাদ্দিকা চৌধুরী, কবি আঞ্জুমান কামিল, মহসিন আলম শিহাব, রুবি বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি রোকসানা বেগম। দেশাত্মবোধক গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী বাহা উদ্দিন বাহার ও অঞ্জনা রাণী তালুকদার।