স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, মৃত আনু মিয়ার পুত্র মস্তু মিয়া মক্রমপুর গ্রামের দেওলাল বন্দে তার জমি দেখতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একই গ্রামের আলী হোসেনের পুত্র জিতু মিয়া তার পুত্র গাজী মিয়া, মাহমুদ মিয়াসহ একদল লোকজন মিলে মস্তু মিয়ার জমির আইল কাটচ্ছে। তারা জিতু মিয়াকে আইল কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে বাকবিতন্ডা হয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে ১০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজন টেটাবিদ্ধ রয়েছে। আহতরা হল, হারুন মিয়া, জাহাঙ্গীর মিয়া, আবিদ মিয়া, জিতু মিয়া, গাজী মিয়া, মাহমুদ মিয়া আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে হারুন মিয়ার মুখে ও জাহাঙ্গীর মিয়ার পায়ে টেঁটাবৃদ্ধ হয়। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।