স্টাফ রিপোর্টার ॥ ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বানিয়াচঙ্গের সাত গ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-২ আসনের সংসদ অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এই ভবনের উব্দোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমীরন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং প্রদীপ চন্দ্র দাশ ও রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রানা লাল দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য সাবেক চেয়ারম্যান নীল মনি দাশ, আলী আক্তার চৌধুরী, গোপাল দাশ, বীরেন্দ্র দাশ, আশতোষ দাশ, অ্যাডভোকেট সুলতান আহমেদ, নুর হোসেন খান, অভিনয় দাশ, রন্টু পুরকায়স্থ, গোলাম মোস্তফা আল কাদরী, প্রধান কামাল হোসেন, প্রভাষক অরূপ দাশ, শিক্ষক রজব আলী, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ সামরুল ইসলাম, মেম্বার প্রার্থী অলি আহমেদ, সুজন মিয়া, তাজুল ইসলাম, প্রণতোষ দাশ, কৌশিক দাশ, মহিলা মেম্বার প্রার্থী ইয়াছমিন আক্তার জুই প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, সরকার শিক্ষার মান্নোয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আমি এমপি নির্বাচিত হয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শুধু শিক্ষাই নয়, রাস্তাঘাট, বিজ, কালভাটসহ বিদ্যুতায়নের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন-পুকড়া ইউনিয়নের স্বাধীনতার পর সর্ব্বোচ্চ উন্নয়ন করা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করে।