স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষ বিপক্ষ নিয়ে বাকবিতন্ডা ও কথা কাটাকাটির ঘটনায় রফিক মিয়া (৫০) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। গতকাল ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়েছে। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। রফিক মিয়া ফুলবাড়িয়া গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুড়াকরি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিন সুমনের পক্ষে ফুলবাড়িয়া গ্রামের অধিকাংশ ভোটার। অপর স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল এর ভগ্নিপতি বুল্লা গ্রামের আবুল কালাম গত বৃহস্পতিবার রাতে ফয়সল মোল্লার পক্ষ ফুলবাড়িয়া গ্রামের তার বোনের বাড়ি যান। এ সময় কালাম তার ভাগ্নে রাফিক মিয়া (৫০)কে ফয়সল মোল্লার পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় ফয়সল মোল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে অপর প্রার্থী সালাউদ্দিন সুমনের কর্মী সমর্থকরা ওই বাড়িতে যান। এ সময় উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। দেকা দেয় উত্তেজনা। খবর পেয়ে লাখাাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এ অবস্থায় রাত ১০ টার দিকে রফিক মিয়া বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কিছুটা সুস্থ হলে বাড়ি নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে পুনরায় রফিক মিয়া অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়না তদন্ত শেষে গতকাল দাফন করা হয়।
একটি পক্ষের দাবী, ফয়সল মোল্লা ও তার ভাই এডঃ আবুল হাশেম মোল্লা মাসুম হুমকী ভয়ভীতি প্রদর্শন করায় রফিক মিয়া অসুস্থ হয়ে মারা যান।
রফিক মিয়ার চাচা ফজু মিয়া বলেন, মাসুম মোল্লা ও ফয়সল মোল্লাসহ কয়েকজন তার ভাতিজা রফিক মিয়ার মাথায় অস্ত্র ধরে ভয় দেখান ও তাকে লাঞ্জিত করেন। এতে সে অসুস্থ হয়ে মারা যায়।
এ ব্যাপারে এডঃ আবুল হাশেম মোল্লা মাসুম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার রাতে তিনি তার ভাই ফয়সল মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারে ফুলবাড়িয়া গিয়েছিলেন। এ সময় তার আত্মীয় রফিক মিয়ার সাথে চায়ের দোকানে কথা হয়েছে। রফিক মিয়া তাকে ২বার চা পান করিয়েছেন। পরে মাসুম মোল্লা গ্রামের বাড়ি মুড়াকরি চলে যান। এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। তবে তিনি বলেন, তাদের ভগ্নিপতি আবুল কালামকে নিয়ে ফয়সল মোল্লা তাদের আত্মীয় রফিক মিয়ার বাড়িতে নির্বাচনী প্রচারনায় গিয়েছিল। খবর পেয়ে অপর প্রার্থী সুমনের লোকজনও যায়। এ সময় উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। এরই মাঝে রফিক মিয়া অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে লাখাই থানার ভপরপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কোন অভিযোগ পাননি বলে জানান। তবে রফিক মিয়া কি কারণে মারা গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।