স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে সিএনজি অটোরিকশা চলাচল করছে। এতে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের কারনে ঘটিত দূর্ঘটনায় এক সপ্তাহের মধ্যে শিশুসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। তারপরও এদের লাগাম টানা যাচ্ছে না। অভিযোগ রয়েছে, লাইসেন্স বিহীন কিশোর চালকরা কতিপয় অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই গাড়ি নির্বিঘেœ চালাচ্ছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের একটি অনুষ্ঠান থেকে চুনারুঘাটে আসার পথে নতুন ব্রিজ নেমে একটি সিএনজি অটোরিকশা নিয়ে রাজার বাজার নিজ গ্রামে রওয়ান হয় এক পরিবার। এতে স্বামী-স্ত্রী, শিশুসহ ৫ জন যাত্রী ছিল। সিএনজি চালক বেপরোয়া গতিতে চালিয়ে নেয়ার সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সড়কের পুরাতন হাইওয়ে পুলিশ ফাঁড়ির নিকট একটি দাড়ানো ট্রলির সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই হ্যাপি রাণী দেব (২৫) নামের এক নারী নিহত হন। আহত হন তার স্বামী রাজীব দেব (৩০) ও তিন বছরের শিশুপুত্রসহ ৩ জন। তবে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি পুলিশ উদ্ধার করলে চালক পালিয়ে গেছে। আহত রাজীব দেব জানান, চালককে বারবার নিষেধ করার পরও সে বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে যায় এবং দূর্ঘটনার সময় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
নিহত হ্যাপি রাণীর লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। লাশের মুখ বিকৃত থাকায় ছবি তোলা সম্বব হয়নি এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সচেতন মহল মনে করেন প্রশাসন যদি এই মুহুর্তেই ব্যবস্থা না নেয় তবে দূর্ঘটনা আরও বাড়বে।