এক্সপ্রেস ডেক্স ॥ ইরাকের সালাউদ্দিন প্রদেশের তিকরিত মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের পাশে নির্মাণাধীন একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে ২০ দিন ধরে আটকে আছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাগশোলা গ্রামের জিতেন্দ্র নাথসহ ২৭ বাংলাদেশি কর্মী। শিয়া-সুন্নি গৃহযুদ্ধে টালমাটাল অবস্থায় গত ১১ জুন থেকে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন এ সব বাংলাদেশি।
জানা গেছে, প্রথমদিকে সুন্নি বিদ্রোহীরা তিকরিত শহরটি দখলে নিলেও এখন সরকারি বাহিনী তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় হেলিকপ্টার থেকে অনবরত বোমা নিক্ষেপসহ রাস্তায় সুন্নিদের মোকাবেলা করছে। আর দুই গ্র“পের এই সংঘর্ষের ঠিক মাঝখানে অবস্থান করছেন বাংলাদেশি কর্মীরা। তাদের আশপাশের বিল্ডিংয়ে নার্সসহ প্রায় ৪০ জন ভারতীয় নাগরিকও রয়েছেন।
আটকেপড়া বাংলাদেশিদের একজন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাগশোলা গ্রামের মৃত রাজেন্দ্র নাথের ছেলে জিতেন্দ্র নাথ। ফোনে তিনি বলেন, এতদিন আমরা ২৭ জন ছিলাম। শনিবার অন্য জায়গা থেকে আরও তিনজন এসেছে। এখন আমরা ৩০ জন আছি।
তিনি বলেন, ‘ভাই-আপনাদের বললাম এখান থেকে আমাদের উদ্ধার করেন। কিন্তু, কোনো ব্যবস্থাই তো হলো না। এ্যাম্বাসেডরের কাছে জীবন ভিক্ষা চেয়েছি। ফোন দিলে তিনি শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন। বলছেন-এই ব্যবস্থা করছি। গাড়ি পাচ্ছি না-কেউ যেতে চায় না। আপাতত তোমরা ওখানেই থাক। আন্ডারগ্রাউন্ড থেকে বের হইও না। আপনারা আমাদের বাচান ভাই। আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করেন। এভাবে আর কতদিন?’- কেঁদে ফেলেন জিতেন্দ্র নাথ।
কাঁদো কাঁদো কণ্ঠে জিতেন্দ্র নাথ আরও বলেন, ‘আমরা যেখানে আছি সেখান থেকে এক-দেড়শ গজ দূরেই বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধ চলছে। হাসপাতালটি এখনও বিদ্রোহীদের দখলে। এটি দখলে নিতে ইরাকি সেনাবাহিনী বিমান হামলা চালাচ্ছে। অনবরত বোমা পড়ছে। আমরা এখন দুই গ্র“পের মাঝখানে পড়ে গেছি। জানি না ভাগ্যে কি আছে।’
তিনি বলেন, ‘বাপ-মা বেঁচে নেই। স্ত্রী সন্তান আছে। ছোট ছোট দুই সন্তান নিয়ে স্ত্রী ও ভাইয়েরা দেশে টেনশনে আছেন। এখানে এভাবে জীবন দেওয়ার চেয়ে দেশে গিয়ে ভিক্ষা করা অনেক ভাল। দেশে মরলে তাও স্ত্রী সন্তান ও পাড়া-প্রতিবেশী লাশটা দেখতে পারবে।’
জিতেন্দ্র নাথ আরও বলেন, ‘এক সপ্তাহ আগে কোম্পানির লোকজন দুই বস্তা চাল আর ডাল দিয়ে গেছে। এতগুলো মানুষ খাচ্ছি। সব শেষ হয়ে গেছে। এখন তিকরিতের রাস্তাঘাট আরও খারাপ। তারা বলছে-রাস্তায় বের হওয়াই এখন নিরাপদ নয়। খেয়ে না খেয়ে ভাই এতদিন ধরে বেঁচে আছি।’
ইরাকের সর্বশেষ অবস্থা জানতে চাইলে বাগদাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান খান বলেন, ‘ইরাকের অবস্থা এখনও ঘোলাটে। কাল (মঙ্গলবার) সংসদ অধিবেশন বসবে। এরপর বোঝা যাবে কি হবে। এর আগে কিছুই বোঝা যাচ্ছে না। তবে বাংলাদেশি যারা আছেন তারা নিরাপদেই আছেন। কারও কোনো সমস্যা হয়নি।’
তিকরিতে হাসপাতালের পাশের ভবনে আন্ডারগ্রাউন্ডে আটকেপড়াদের কথা তুলতেই রাষ্ট্রদূত বলেন, ‘তাদের সঙ্গে দিনে এক দুইবার কথা হয়। আগে ২৭ জন ছিলেন। এখন আরও তিনজন যোগ হয়েছেন।’
তারা তো আতঙ্কের মধ্যে আছেন-তাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কি ভাবছেন-প্রশ্ন করলে তিনি বলেন, ‘শুধু তারা কেন আমি নিজেও তো আতঙ্কের মধ্যে আছি। তারা তো ভয়ের মধ্যে থাকবেনই। সেখানকার সিচুয়েশন এমন যে-রাস্তায়ই বের হওয়া যায় না। গাড়ি যায় না। তাদের সেখান থেকে সরিয়ে আনার মতো পরিস্থিতি এখন নেই। আপাতত তাদের বিল্ডিংয়ের বেজমেন্টের ভেতরেই থাকতে বলেছি। ওটাই তাদের জন্য নিরাপদ। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে কথা বলেছি। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও কথা বলছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের বের করে আনা হবে।’
তাদের মতো আরও বাংলাদেশি আটকে আছেন কিনা জানতে চাইলে রেজানুর বলেন, ‘তিকরিতের এক জায়গায় ২৪ জন এবং আরেক জায়গায় ৭ জন আটকে আছে। তাদের সঙ্গেও আমার যোগাযোগ হচ্ছে।’
উল্লেখ্য, ইরাকে শিয়া-সুন্নি গৃহযুদ্ধের কারণে গত ১১ জুন থেকে তিকরিত মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের পাশে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে আটকে রয়েছেন জিতেন্দ্র নাথসহ অনেক বাংলাদেশি। তারা আল ইস্কান ট্রেডিং কোম্পানির বিল্ডিং কনস্ট্রাকশনে ওই হাসপাতালেই কর্মরত ছিলেন।